UX হচ্ছে User Experience
ডিজাইনের সাথে সম্পৃক্ত অনেক কোম্পানির জন্য এখন পর্যন্তও UX ডিজাইন একটা নতুন ক্ষেত্র! আর অনেক কোম্পানি জানেই না এই UX ডিজাইনাররা তাদের পণ্যকে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে কতটা সাহায্য করতে পারে! কারণ এখন পর্যন্ত অনেক মানুষ ডিজাইন সেক্টরের মানুষদের শুধু সৃজনশীলতা, রঙ, গ্রাফিক্স – এই কয়টি ট্যাগের ভেতরেই আবদ্ধ করে রেখেছে। কিন্তু যখন কোনো পণ্যের ফাংশনালিটি, সেটার পেছনের গল্প আর শতশত গ্রাহকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠে তখন এই UX ডিজাইনারদেরকেই সবার আগে লাগে! কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, অনেক ইন্টার্ভিউ বোর্ডে এখন পর্যন্ত UX ডিজাইনার রিক্রুটমেন্টের সময় শুধু তাদের গ্রাফিক ডিজাইনের দক্ষতাকেই মানদণ্ড হিসেবে যাচাই করা হয়!
কারা কোনো পণ্যের টার্গেট গ্রাহক, তারা কেন আপনার পণ্য কিনবে আর পণ্য কেনার পর সেই পণ্যের সাথে তাদের অভিজ্ঞতা কেমন – এসব বিষয় নিয়ে কাজ করে UX ডিজাইন টিম। তারা মূলত কোনো পণ্যের ফাংশনালিটি, ইউজেবিলিটি, প্রোটোটাইপ, ইউজার অ্যাডাপ্টিবিলিটি ও সাইকোলোজি – এসব বিষয় নিয়ে গবেষণা করেন। তাই UX ডিজাইনাররা সরাসরি কোনো ডিজিটাল পণ্যের ডেভেলপমেন্ট লেভেলের কাজ করেন। এজন্য UX ডিজাইনারদের দায়িত্ব বেশ জটিল এবং চ্যালেঞ্জিং। কোম্পানির বিজনেস গোল ও পণ্যের সাথে গ্রাহকদের ভালো অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।