অটোক্যাড টিপস এন্ড ট্রিক্স
এই বড় লিস্টে প্রায় ১৫০ টি অটোক্যাড কমান্ড আছে। আমি চেষ্টা করেছি সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য কমান্ড, কিবোর্ড শর্টকার্ট এবং টুল নিয়ে আলোচনা করতে যা প্রত্যেক অটোক্যাড ব্যবহারকারীর জানা প্রয়োজন। এর মাঝে কিছু কমান্ড আছে যা খুব ঘনঘন ব্যবহৃত হয় এবং এমন অনেক টুল ও কমান্ড আছে যা অনেক সুন্দর ফিচার থাকা স্বত্ত্বেও খুব বেশি ব্যবহৃত হয় না।আমি এই কমান্ডগুলো পর্ব আকারে সজ্জিত করব যাতে আস্তে আস্তে আপনারা সব কমান্ড নিয়ে কাজ করতে পারেন। এই সব টিপস কাজে লাগিয়ে আপনি খুব সহজেই অটোক্যাডের ব্যবহার করতে পারবেন।
বেসিক অটোক্যাড কমান্ডঃ
এই লিস্টে আছে বেশ কিছু অটোক্যাড কমান্ড যা প্রত্যেক অটোক্যাড ব্যবহারকারীর জানা প্রয়োজন। এগুলো হল কিছু Draw এবং Modify কমান্ড যা অটোক্যাডের বেসিক তৈরি করে এবং যদি আপনি মাত্রই অটোক্যাড শিখা শুরু করে থাকেন, তবে আপনার উচিত সব বেসিক কমান্ডগুলো জেনে রাখা।
বেসিক অটোক্যাড কমান্ডঃ
L
ড্রয়িং এ সাধারণ লাইন আঁকার জন্য এই কমান্ড ব্যবহৃত হয়।
C
এই কমান্ডের সাহায্যে অটোক্যাডে সারকেল তৈরি করা হয়।
PL
এই কমান্ড ব্যবহার করে ড্রয়িং এ পলিলাইন আঁকা হয়।
REC
এই কমান্ডের মাধ্যমে অটোক্যাডে আয়তক্ষেত্র আঁকা হয়।
POL
এই কমান্ডের মাধ্যমের ৩ বাহুবিশিষ্ট ত্রিভুজ থেকে শুরু করে ১০২৪ বাহুবিশিষ্ট বহুভুজ তৈরি করা যায়।
ARC
ঠিক যেমন নাম থেকেই আমরা বুঝতে পারছি, এই কমান্ড ব্যবহার করে অটোক্যাডে আর্ক তৈরি করা যায়।
ELLIPSE
ঠিক যেমন নাম থেকেই বুঝা যাচ্ছে, এই কমান্ড ব্যবহার করে একটি এলিপস বা উপবৃত্ত তৈরি করা যায়, যায় প্রধান অক্ষ ও গৌন অক্ষ আছে।