এডোবি ফটোশপ টিউটোরিয়াল
এই পোস্ট থেকে আপনি এডোবি ফটোশপ সম্পর্কে শতভাগ শিখতে পারবেন না। কারণ এডোবি ফটোশপ এর কাজের পরিধি বিশাল। আপনি এই পোস্ট থেকে এডোবি ফটোশপ এর বেসিক কাজগুলো জেনে নিতে পারবেন। আপনি যদি একজন ব্লগার বা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই পোস্টটি থেকে আপনার ব্লগিং ও ইউটিউব এর ছবি সংক্রান্ত যাবতীয় কাজ সেরে নিতে পারবেন।
সাধারণত একজন ব্লগারকে ব্লগে আর্টিকেল লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি শেয়ার করতে হয়। ব্লগ পোস্টের ছবিগুলো এ্যাডিট করে আংশিক পরিবর্তন করতে পারলে একজন ব্লগারের ছবি সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে যায়। সেই সাথে ইউটিউবারদের ভিডিও এ্যাডিটিং সহ ভিডিও থাম্বনিল এর জন্য ছবি অবশ্যই প্রয়োজন হয়।
আপনি যদি এডোবি ফটোশপ সম্পর্কে বেসিক বিষয় না জানেন, তাহলে আপনার ভিডিওতে ভালো ছবি যুক্ত করতে পারবেন না। সে জন্য একজন ব্লগার ও ইউটিউবারকে মিনিমাম হলেও এডোবি ফটোশপ এর বেসিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।
কিভাবে ফটোশপের কাজ শিখবেন?
আপনি ফটোশপের কাজ শিখতে চাইলে বা ফটোশপে ছবির কাজ করতে চাইলে, এই পোস্টটি একটু ধৈর্য্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। সেই সাথে Adobe Photoshop 7 সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে। কারণ এটি প্রেকটিক্যালি না করলে, শুধুমাত্র পড়ে কোন লাভ হবে না। সেই জন্য পোস্টটি পড়া শুরু করার পূর্বে Adobe Photoshop 7 অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল করে নিবেন।
ফটোশপে ছবি Open করা
প্রথমে আপনার পিসিতে থাকা এডোবি ফটোশপ সফটওয়্যারটি অপেন করুন। তারপর আপনার কম্পিউটারে থাকা যেকোন একটি ছবি ফটোশপে অপেন করার জন্য ফটোশপের ম্যানুবার হতে File > Open এ ক্লিক করুন, অথবা কিবোর্ড হতে Ctrl+O প্রেস করুন, কিংবা সরাসরি মাউস দিয়ে ছবিটি টেনে ড্রাগ করে ফটোশপে ছেড়ে দিতে পারেন।