ব্লগার কি ? ব্লগার এ ব্লগ বানানোর জন্য কিসের প্রয়োজন ?
Blogger বা ব্লগার Google এর দ্বারা নির্মিত এমন একটি ফ্রি ওয়েবসাইট বা service যার ব্যবহার করে জেকেও নিজের একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন।
Google এর product হওয়ার জন্য ব্লগার অনেক ভরসার এবং ব্লগ বানানোর জন্য অনেক কার্যকর সার্ভিস হিসেবে প্রমাণিত হয়েছেন। আজ অনেক লোকেরা এখানে নিজের একটি ব্লগ বানিয়ে তার থেকে টাকা আয় করছেন।
এখানে ব্লগ বানানোর জন্য আপনার কেবল একটি Google বা Gmail একাউন্টের প্রয়োজন হবে এবং আপনি একটি একাউন্টেই অনেকগুলি ব্লগ বানিয়ে নিতে পারবেন
আপনার যদি জিমেইল একাউন্ট আছে তাহলে আপনিও একটি ব্লগ ব্লগারে বানাতে পারবেন। আর,যদি আপনার জিমেইল একাউন্ট নেই তাহলে এইখানে গিয়ে জিমেইল একাউন্ট করে নিন Gmail একাউন্ট
Blogger এ আপনি ফ্রীতেই ব্লগ বানাতে পারবেন। আপনার কোনোরকম টাকা দেয়ার প্রয়োজন হবেনা বা অন্য কোনো জিনিসে যেমন hosting বা theme আদিতে আপনার টাকা দিতে হবেনা। এ পুরোপুরি ফ্রি এবং এখানে বানানো ব্লগে adsense এর দ্বারা টাকা আয় করার সুযোগ আপনি পাবেন।
তাহলে দেরি করে কি লাভ বলেন। চলেন নিচে আমরা blogger এ একটি ব্লগ কিভাবে বানাবো তার নিয়ম জেনেনেই।
কিভাবে ব্লগারে ব্লগ তৈরী করবো ? (ব্লগ খোলার নিয়ম)
Blogger এ ব্লগ বানানোর জন্য আপনি laptop বা computer ব্যবহার করতে হবে এবং তাতে internet connection থাকাটা জরুরি।এবং,আমি আগেই বলেছি যে ব্লগ বানানোর জন্য আপনার একটি Gmail বা Google একাউন্টের প্রয়োজন হবে।
ওপরে বলা জিনিষগুলি তৈরি থাকলে, আমি নিচে আমি বলা steps গুলি follow করে ব্লগারে নিজের একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
তাহলে চলেন, এখন নিচে আমরা ব্লগ খোলার নিয়ম গুলি জেনেনেই।
স্টেপ ১. Google account লগইন করুন
সবচে আগেই আপনার নিজের computer বা laptop থেকে Blogger.com ওয়েবসাইটে যেতে হবে।