আমরা যেহেতু এখনো কোড কোডই লিখিনি, তাই এই অবস্থা আরকি! চোখ জুড়ালো? আমরা প্রতিবার আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট চলাকালীন টেস্ট করার জন্য উপরের কমান্ডটি দিয়ে ডেভেলপমেন্ট সার্ভার চালিয়ে দেখব। আপাতত Ctrl+C চেপে ডেভেলপমেন্ট সার্ভার বন্ধ করে দিই।
স্বহস্তে প্রথম কোড
ব্রাউজারে তো অনেক সুন্দর একটা Welcome মেসেজ দেখলাম, কিন্তু নিজেরা তো কিছুই কোড করিনি! এইবার নিজের হাতে কোড করে দেখবো। বাবুই পাখি তো বলেই গিয়েছে, “নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা!” আসুন নেমে পড়ি।
প্রথম ভিউ
প্রথমবারের জন্য আমরা কোন ধরণের ঝামেলায় না গিয়ে শুধুমাত্র একটি ভিউ লিখবো। টেমপ্লেট ও মডেল সম্পর্কে ক্রমে ক্রমে পরে জানবো। আচ্ছা এইবার ছোট্ট একটা ক্যুইজ, বলুন তো, আপনি কি কোথাও views
বা এর কাছাকাছি নামের কোন ফাইল দেখেছেন? অবশ্যই দেখেছেন! helloworldproject > helloworldapp
ফোল্ডারের মধ্যেই রয়েছে views.py
!
এইবার আপনার পছন্দের টেক্সট এডিটরে ফাইলটি চটপট খুলে ফেলুন। ফাইলে যা লেখা আছে মুছে ফেলুন। প্রথমে আমাদের কিছু জিনিসপত্র জরুরী ভিত্তিতে আমদানী করতে হবে। django.http
থেকে HttpResponse
কে আমদানি (import
) করে ফেলুন।